ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মাতামুহুরি নদী থেকে সাবেক সেনা সদস্যের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, চকরিয়া:

কক্সবাজারের চকরিয়া উপজেলা সদরের মাতামুহুরি নদীর সেতুর নিচ থেকে ভাসমান অবস্থায় মুহাম্মদ মহসিন (৫০) নামের সাবেক এক সেনা সদস্যের লাশ উদ্ধার হয়েছে। অবসরপ্রাপ্ত ওই সেনাসদস্য চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের হালকাকারা এলাকার খলিলুর রহমানের পুত্র বলে জানা গেছে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাহমুদ।তিনি জানান, বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে স্থানীয় লোকজন মাতামুহুরি সেতুর নিচে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ও দমকল বাহিনী গিয়ে লাশটি উদ্ধার করে।

 

ওসি জানান, উদ্ধার লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য অবসরপ্রাপ্ত ওই সেনাসদস্যের লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

জানা যায়, মুহাম্মদ মহসিন বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। ১৯৯০ সালে সেনাবাহিনীতে যোগ দেওয়া মুহাম্মদ মহসিন পরে ২০১১ সালের ২৪ জানুয়ারি অবসরে যান।

 

এইচ এম কাদের. সিএনএন বাংলা২৪