ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নাইক্ষ্যংছড়িতে সাড়ে ১৭ কোটি টাকার ১৯ প্রকল্প উদ্বোধন করলেন বীর বাহাদুর

মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি :

 

নাইক্ষ্যংছড়িতে বান্দরবান জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম ঊন্নয়ন বোর্ড, এলজিইডি ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং জনস্বাস্থ্যের অর্থায়নে ১৭ কোটি ৬৬ লক্ষ টাকার ১৯টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তুর স্থাপন করা হয়েছে।

 

বুধবার (৪ অক্টোবর ) সকাল সাড়ে ১০টায় নাইক্ষ্যংছড়ি রেষ্ট হাউস প্রাঙ্গণে রেষ্ট হাউসের নতুন ভবন ও সোনাইছড়ি ইউনিয়নের বটতলী বাজারে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসব প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

 

জেলা পরিষদের ৩ কোটি ৫৫ লক্ষ টাকা, উন্নয়ন বোর্ডের ২ কোটি ৫০ লক্ষ টাকা, এলজিইডির ৮ কোটি ৮৬ লক্ষ টাকা, জনস্বাস্থ্য প্রকৌশলের ২ কোটি টাকা এবং দুর্যোগ ব্যবস্থাপনার ৮৩ লক্ষ টাকা ব্যয়ে এসব প্রকল্প উদ্বোধন করা হয়।

 

এরপর উপজেলার সোনাইছড়ি বটতলী বাজারে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্যমন্ত্রী বলেন, জেলার দুর্গম পাহাড়ি এলাকায় যোগাযোগ, স্বাস্থ্য ও বিদ্যুৎসহ বিভিন্নখাতে উন্নয়নের জোয়ার বইছে, আর এর সুফল পাচ্ছেন স্থানীয় জনগণ।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানেই এসব উন্নয়ন সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, বর্তমান সরকার পাহাড়ে সাধারণ মানুষের উন্নয়নে ব্যাপক কাজ করছে। আওয়ামীলীগ আবারো ক্ষমতায় এলে দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশে উন্নয়ন অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই।

 

সোনাইছড়ির ইউপি চেয়ারম্যান এনিং মার্মা’র সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাস, বান্দরবান জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, জেলা পরিষদের সদস্য ও নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ক্যানেওয়ান চাক, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের প্রকল্প নির্বাহী প্রকৌশলী ইয়াছির আরাফাত, এলজিইডির নির্বাহী প্রকৌশলী জিয়াউল ইসলাম মজুমদার, জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী জিয়াউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা, থানার অফিসার ইনচার্জ (ওসি) টানটু সাহা, জেলা আওয়ামীলীগের সদস্য মো: আবু তাহের কোম্পানী।

 

জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরীর সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংলা মার্মা, ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও দোছড়ি ইউপির চেয়ারম্যান মো: ইমরান, সদর ইউপির চেয়ারম্যান নুরুল আবছার ইমন, বাইশারী ইউপির চেয়ারম্যান মো: আলম, ঘুমধুম ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪