ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ঈদগাঁওতে ঊষা আর্টস ইনস্টিটিউটের কিচিমিচি ‘বঙ্গবন্ধু সংখ্যা’র মোড়ক উন্মোচন ৭ অক্টোবর

সেলিম উদ্দীন, ঈদগাঁও :

 

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঊষা আর্টস ইনস্টিটিউটের উদ্যোগে খুদে শিক্ষার্থীদের লেখা নিয়ে প্রকাশিত শিল্প সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক নিয়মিত সাময়িকী কিচিমিচি (নন্দিত শৈশবের দীপ্ত মনন) এর বঙ্গবন্ধু বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠান আগামী ৭ অক্টোবর, শনিবার বিকেল ৩টায় ঈদগাঁও পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

 

এতে বাংলা একাডেমি’র মহাপরিচালক, জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা’সহ বীরমুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসন ও পুলিশের কর্তাব্যক্তি,স্বনামধন্য কবি, লেখক, সাহিত্যিক, সম্পাদক, প্রকাশক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষাবিদ, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, নাগরিক সমাজের প্রতিনিধি, আইনজীবী, স্থানীয় সরকারের প্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান এবং বিভিন্ন শ্রেণিপেশার নেতৃস্থানীয় ব্যক্তি, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত থাকার কথা রয়েছে।

 

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সকলের উপস্থিতি খুদে শিক্ষার্থীদের সৃজনশীল ও মননশীলতা বিকাশ এবং মুক্তিযুদ্ধের মুল্যবোধ ও চেতনায় সমুন্নত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও রাষ্ট্রদর্শনে অসাম্প্রদায়িক চেতনার সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে একটি স্মার্ট ও সংবেদনশীল প্রজন্ম সৃষ্টি সুদুরপ্রসারি লক্ষ্য অর্জনে শক্তি, সাহস ও অনুপ্রেরণা যোগাবে বলে প্রত্যাশা করছে আয়োজক ঊষা ইনস্টিটিউট।

 

বঙ্গবন্ধু বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠানের কর্মসূচির মধ্যে রয়েছে মোড়ক উন্মোচন, পাঠসূচনা, নিবেদিত কবিতা পাঠ, বঙ্গবন্ধু স্মারক বক্তৃতা, সুর ও সঙ্গীত।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪