ই-পেপার | মঙ্গলবার , ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

নারিকেল তলায় বেলুন ধরতে গিয়ে বৈদ্যুতিক শর্টে ঝলসে নারীর মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো

নগরীর ইপিজেড থানাধীন(দক্ষিণ হালিশহর) নারিকেল তলা এলাকায় বৈদ্যুতিক শর্টের আগুনে ঝলসে নারীর মৃত্যু হয়েছে।

 

নিহত নারীর নাম- সুরফা বেগম (৫০),স্বামী-মাসুদ মিয়া,গ্রাম-রতনপুর (মাইজপাড়া), থানা – মদন, জেলা নেত্রকোনা বলে জানিয়েছেন থানার ওসি তদন্ত মোঃ জামাল উদ্দিন। নিহতের পরিবার ঐ বিল্ডিংয়ে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

 

ওসি তদন্ত আরো বলেন, মোবাইল ফোনে খবর পেয়ে ঘটনাস্থলে (২৯ জানুয়ারি)সোমবার সকাল সাড়ে ৭টায় থানা এলাকার নারিকেল তলাস্থ (হক সাহেব) গলির মুখে আঃ রহমানের ৩য় তলার বিল্ডিংয়ের ছাদে উড়ন্ত বেলুন ধরতে গিয়ে বৈদ্যুতিক শর্টে আগুন লেগে ও নারী ঘটনাস্থলেই ঝলসে মৃত্যু বরণ করেন।

 

এসময় সেখানে ইপিজেড ফায়ার সার্ভিস কর্মী এবং নিহতের স্বামী ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বর্তমানে লাশ পোষ্ট মডমের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

এছাড়া একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ও জানান।