ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

টেকনাফে মাদক মামলার আসামী জাফর আলম আটক

নিজস্ব প্রতিবেদক :

টেকনাফে মাদক মামলার পলাতক আসামী জাফর আলম (৪৬) গ্রেফতার করেছে র‌্যাব ১৫ এর আভিযানিক দল। রবিবার (২ জুলাই) কাঞ্জরপাড়া হতে গ্রেফতার করা হয়।

 

আটক জাফর আলম (৪৬) টেকনাফ উপজেলার সদর মডেল থানা এলাকার মৃত পেঠান আলীর পুত্র। সে আইন- শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে বিভিন্ন কৌশলী পন্থা অবলম্বন করে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।

কক্সবাজার র‌্যাব -১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) (সহকারী পুলিশ সুপার) মো. আবু সালাম চৌধুরী জানান, ২ জুলাই র‌্যাব -১৫ এর কক্সবাজার এর সিপিসি`র-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল টেকনাফ সদর মডেল থানার কাঞ্জরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে জাফর আলম কে গ্রেফতার করা হয়েছে।

তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানার মামলা নং-০২/১৮, সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯ (১) এর ৯ (ক)/২ ধারায় মামলা রয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

নুর মোহাম্মদ, সিএনএনবাংলা২৪