আবদুল হাকিম রানা, পটিয়া :
পটিয়ার বীরকন্যা প্রীতিলতা ট্রাষ্টে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অর্থায়নে এবং বাংলাদেশ ইন্টিগ্রেটেড সোস্যাল এডভান্সমেন্ট প্রোগ্রাম (বিশাপ) এর বাস্তবায়নে পটিয়া উপজেলায় প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে দারিদ্র বিমোচন ও নারীর ক্ষমতায়ন প্রকল্পের কর্মসূচি যুব মহিলাদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ৩০ সেপ্টেম্বর ২০২৩ইং তারিখে বীরকন্যা প্রীতিলতা সাংস্কৃতিক ভবনে বিশাপ র প্রধান নির্বাহী এস.এম তারেক জাবেদ এর সভাপতিত্বে এক সভা অনুষ্টিত হয়।
এতে প্রধান প্রধান অতিথি ছিলেন বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি বাবু পংকজ চক্রবর্ত্তী বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী লীগ সদস্য প্রবোধ রায় চন্দন,১০নং ধলঘাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রনধীর চক্রবত্তী, ০৪নং ওয়ার্ড ইউপি সদস্য জুয়েল নাথ, বাবু চন্দন কুমার দে, ০৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য চন্দন কুমার দে, বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টের ট্রাস্টি মোহাম্মদ আলী, রুপক চক্রবর্ত্তী (হিসাব রক্ষক) আজীবন সদস্য- বীরকন্যা প্রীতিলতা ট্রাস্ট, জয়নাল আবেদীন, আজীবন সদস্য- বীরকন্যা প্রীতিলতা ট্রাস্ট, মোঃ জসিম উদ্দীন, হিসাব কর্মকর্তা- বিশাপ, রাশেদ হাসান, কর্মসূচি সমন্বয়কারী- বিশাপ, সেতু চক্রবত্তর্ী- কম্পিউটার প্রশিক্ষক।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- ধলঘাট ইউনিয়নে ১০০ জন যুব মহিলাদের প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নের পাশাপাশি পটিয়া উপজেলার অন্যান্য ইউনিয়নে এই কার্যক্রম ছড়িয়ে দেওয়া হবে সেইসাথে যুব মহিলাগণ নিজেদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে নিজেদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন। পরিশেষে সভাপতি এস.এম. তারেক জাবেদ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন। উক্ত সভার সার্বিক পরিচালনায় ছিলেন মোঃ আসগর আলী, প্রোগ্রাম ম্যানেজার-বিশাপ।