ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সীতাকুণ্ডে ট্রেনের বগি লাইনচ্যুত, রক্ষা পেলেন যাত্রীরা

চট্টগ্রাম ব্যুরো :

সীতাকুণ্ডের সিরাজ ভূঁইয়ার রাস্তার মাথা এলাকায় চট্টলা এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। তবে সৌভাগ্যক্রমে যাত্রীরা দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন। বুধবার (০৩ জানুয়ারি) সকাল সাতটার দিকে ট্রেনটির ইঞ্জিনের পেছনের বগি লাইনচ্যুত হয়।

জানা গেছে, চট্টগ্রাম রেল স্টেশন থেকে ভোর ছয়টার দিকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেন শুকলাল হাট এলাকায় পৌঁছালে বগি লাইনচ্যুত হয়।

চালক প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও প্রায় এক কিলোমিটার দূরে গিয়ে ট্রেন থামানো হয়।
রেলওয়ে পুলিশ সীতাকুণ্ড ফাঁড়ির ইনচার্জ এসআই আমজাদ হোসেন বলেন, চট্টলা এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বগি লাইনচ্যুত অবস্থায় দেখা যায়। তবে এ দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি।

সীতাকুণ্ড রেলস্টেশনের স্টেশন মাস্টার মোজাম্মেল হোসেন বলেন, দুর্ঘটনাকবলিত ট্রেনটির উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। ঢাকামুখী ওই লাইনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট