ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অভিযোগে ৪ জেলে আটক

সাতক্ষীরা প্রতিনিধি :
সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলেকে আটক করেছে বনবিভাগ।

রোববার (৩১ ডিসেম্বর) সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের নোটাবেকী এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছে থেকে একটি নৌকা ও জালসহ মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

আটক জেলেরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার টেংরাখালী গ্রামের জেহের গাজীর ছেলে জহুর গাজী, আব্দুর রহমান গাইনের ছেলে মোখলেছুর গাইন, মুজিবর রহমান গাজীর ছেলে রাশেদুল গাজী ও উপেন্দ্রনাথ গাইনের ছেলে নিমাই গাইন।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ কে এম ইকবাল হোসেন চৌধুরী জানান, গোপন তথ্যের ভিত্তিতে বনবিভাগের নোটাবেকী স্টেশন অফিসার (এসও) শাহাদাত হোসেনের নেতৃত্বে তাদের টলরত সদস্যরা অভিযান চালিয়ে চার জেলেকে অভয়ারণ্য এলাকা থেকে আটক করেছে। আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট