ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

নাইক্ষ্যংছড়িতে সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবতার সেবায় বিজিবি

মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ১১বিজিবি জোনের উদ্যোগে গরীব, অসহায় পাহাড়ি-বাঙ্গালি জনসাধারণ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে সীমান্ত সুরক্ষার পাশাপাশি আর্তমানবতার সেবা দিয়ে যাচ্ছে।

 

শনিবার (২২ জুলাই) বেলা সাড়ে ১১ টায় জোন সদর দপ্তরে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজিবি কর্তৃক মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা ও দোছড়ি ইউনিয়নের দুর্গম মেন্ডিলপাড়া এলাকার জন্য ৪টি ওয়াটার ট্যাংক, সাড়ে ৭ ফুট পাইপ এবং বিভিন্ন মাদ্রাসার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়।

এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি, বিজিবির জোন কমান্ডার ও অধিনায়ক লেঃ কর্ণেল রেজাউল করিম বলেন- সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী-শিশু পাচার রোধ ও অভ্যন্তরীণ সন্ত্রাস দমনসহ পার্বত্যবাসীর শান্তি, সম্প্রীতি, শিক্ষার মান উন্নয়ন, খেলাধুলা এবং জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষে ১১ বিজিবি শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় এসব আর্থিক অনুদান প্রদান করা হয়। এসময় তিনি ভবিষ্যতেও এ ধরণের কর্মসূচি অব্যাহত থাকার কথা জনান।

 

নুর মোহাম্মদ, সিএনএন বাংলা২৪