স্টাফ রিপোর্টার চকরিয়া;
কক্সবাজারের চকরিয়ায় নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে চলতি বছরের ১৫ আগস্ট হামলা চালিয়ে সরকারি গাড়ি ভাঙচুর, পুলিশের কর্তব্য কাজে বাঁধা দিয়ে কর্তব্যরত পুলিশ সদস্যদের জখম করার মামলায় মোহাম্মদ আলমগীর (৩৮) নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার বিকালে উপজেলার সাহারবিল ইউনিয়নের কোরালখালী এলাকায় র্যাব-১৫ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
গতকাল সোমবার বিকালে প্রেসবিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন র্যাব-১৫, কক্সবাজার ক্যাম্পের গণমাধ্যম শাখা। গ্রেফতারকৃত মোহাম্মদ আলমগীর সাহারবিল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কোরালখালী পুর্বপাড়া এলাকার নুরুল আমিনের ছেলে।