ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পটিয়ায় নির্বাচনী অফিস উদ্বোধন করলেন এয়াকুব আলী

আবদুল হাকিম রানা, পটিয়া :

চট্টগ্রাম-১২ (পটিয়া) সংসদীয় আসনে জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) প্রার্থী শিল্পপতি এম এয়াকুব আলী সেমবার রাতে উপজেলার খরনা ইউনিয়নের লালারখীল এলাকায় তার নির্বাচনী অফিস উদ্বোধন করেছেন। পরে জিরি, খৈয়গ্রাম, মনসা, বাদামতলসহ বিভিন্ন এলাকায় গনসংযোগ করেন।

এ সময় এয়াকুব আলী বলেন, পটিয়া আজ বড়ই বির্পযস্ত।এখানে সরকারী দলের দুই নেতা সহিংসতায় লিপ্ত। তাদের স্থলে জনগন আমাকে বেছে নেবে।
তিনি আগামী ৭ জানুয়ারীর নির্বাচনে নোঙর প্রতিকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য পটিয়াবাসীর প্রতি অনুরোধ জানান।

এসময় উপস্থিত ছিলেন, সমাজ সেবক মনসুর আলম, ইন্জিনিয়ার আবদুর রশীদ, আইয়ুব আলী, মোহাম্মদ আলী, নাদেরুজ্জামান, হারুনুর রশীদ, আবদুর রশীদ, নুরুল আলম, জাহেদুল হক, সাদ্দাম জসিম নুরু প্রমুখ।