ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পটিয়ায় বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

আবদুল হাকিম রানা, পটিয়া :

চট্টগ্রামের পটিয়ায় বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল জলাতঙ্কের অবসান, সকলে মিলে সমাধান।

 

মঙ্গলবার দুপুরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সব্যসাচী নাথ। বক্তব্য রাখেন পটিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রমাকান্ত মজুমদার, ডাঃ ইফতেখার আহমেদ, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ইফতেখার আহমদ, মেডিকেল অফিসার পাপিয়া চক্রবর্তী। এতে সিনিয়র স্টাফ নার্স, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ), মেডিকেল টেকনোলজিস্ট, ইপিআই, অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

সভায় বক্তারা বলেন, জলাতঙ্ক এখন কোন জঠিল রোগ নয়। স্বাস্থ্য সচেতন হলেই এ রোগ থেকে সুস্থ হওয়া সম্ভব। তবে তারা সকলকে সচেতন হওয়ার আহবান জানিয়ে বলেন, এ রোগে আক্রান্ত হয়ে
চিকিৎসাবিহীন থাকলে মৃত্যু অনিবার্য।

 

তাই কোন রোগকেই অবহেলার চোখে দেখা সমীচীন নয়। পরে জলাতঙ্ক দিবস উপলক্ষে এক শোভাযাত্রা বের করা হয়।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪