ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

জেলা ক্রীড়া অফিসের ফুটবল প্রশিক্ষণ বালক (অ-১৫) উদ্বোধন

মোঃ মাসুদ রানা, চট্টগ্রাম :

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৩-২৪ এর চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ডেভেলপমেন্ট কাপ ফুটবল প্রশিক্ষণ বালক (অ-১৫) এর চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে আজ মঙ্গলবার (১৬- জানুয়ারী) বিকাল ৩.৩০ মিনিটে উদ্বোধন হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ (চলতি দায়িত্ব) এস. এম. গিয়াস উদ্দিন বাবর। চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ (কাজল) এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজের প্রভাষক সাইফুল্যাহ মুনির, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্সেস ইউনিভার্সিটি (সিভাসু) এর শারীরিক শিক্ষা বিভাগের সহকারি পরিচালক মোঃ গোলাম মাওলা, ফুটবল কোচ এম এ রহিম, মোঃ আরিফ।

উক্ত প্রশিক্ষণের জন্য গত ১১ জানুয়ারি উম্মুক্ত ট্রায়ালের মাধ্যমে ৩০ জন খেলোয়াড় বাছাই করা হয়। এদেরকে মাসব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে ৪ জন খেলোয়াড়কে চট্টগ্রাম বিভাগীয় ক্যাম্পে সুযোগ দেওয়া হবে।

চট্টগ্রাম বিভাগের ১১ টি জেলা থেকে বিভাগীয় ক্যাম্পে ৪৪ জন খেলোয়াড় থেকে ১৬ জনের দল জাতীয় পর্যায়ে শেখ রাসেল ডেভেলপমেন্ট কাপে অংশগ্রহণ করবে। সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী খেলোয়াড়কে সনদপত্র প্রদান করা হবে।