ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফুলপুরে বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মাওলানা মুজিবুর রহমানের জানাজা অনুষ্ঠিত

মাসুদ রানা, ফুলপুর ময়মনসিংহ :

ময়মনসিংহের ফুলপুরে বিশিষ্ট আলেমে দ্বীন জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম বালিয়া মাদ্রাসার সভাপতি, ফুলপুর আল হুমাইরা মহিলা মাদ্রাসার শাইখুল হাদীস ও মদিনা লাইব্রেরী ও মদিনা পার্টসের মালিক হাফেজ মাওলানা মুজিবুর রহমান সাহেব নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।

ওনার জানাযা সম্পন্ন হয়েছে বাদ আছর কাজিয়াকান্দা ফাজিল মাদ্রাসার মাঠে।

উক্ত জানাযায় বিভিন্ন অঞ্চল থেকে আলেমকূল শিরোমণিরা অংশগ্রহণ করেছেন। পাশাপাশি উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মাননীয় গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরিফ আহম্মেদ, সাবেক সংসদ সদস্য বর্তমানে সতন্ত্র প্রার্থী শাহ্ শহীদ সারোয়ার, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক সংসদ আবুল বাশার আকন্দ, বর্তমান উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের সোহেল, আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি থেকে বিভিন্ন পর্যায়ে নেত্রীবৃন্দ এক সারিতে পাশাপাশি ।