ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজারের চকরিয়া হতে অবৈধ অস্ত্রসহ একজন আটক

নিজস্ব প্রতিবেদক:

আগ্নেয়াস্ত্র, রাইফেলের গুলি, চাপাতি, চুরি ও কার্তুকসহ ডাকবাংলো এলাকা থেকে একজন অপরাধীকে গ্রেফতার করেছে চকরিয়া থানা পুলিশ।

 

মঙ্গলবার (৪ জুলাই) দিবাগত রাতে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা ডুলাহাজারা ডাকবাংলো এলাকাতে চকরিয়া থানা পুলিশের আভিযানিক দল অভিযান পরিচালনা করে রেজাউল করিম জনি (২৬) কে গ্রেফতার করেন। সে ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ডাকবাংলো পাড়ার আবদুল গণীর পুত্র।

চকরিয়া থানার অপারেশন অফিসার রাজিব কুমার সরকার জানান, আবদুল গনির বসত ঘরে মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একটি দেশীয় তৈরি (এলজি) বন্দুক, একটি স্টিলের চাপাতি, একটি স্টিলের চুরি, এক রাউন্ড চাইনা রাইফেলের গুলি ও একটি কার্তুজসহ রেজাউল করিম জনি কে গ্রেফতার করা হয়েছে।সে পরোয়ানাভুক্ত আসামি বলেও জানান।

 

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুল জব্বার জানান, গ্রেফতারকৃত রেজাউল করিম জনির বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা রুজু পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।

 

নুর মোহাম্মদ, সিএনএবাংলা২৪