ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে বাসচাপায় কলেজছাত্রী নিহত

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা

 

কুমিল্লার দাউদকান্দিতে সেন্টমার্টিন পরিবহনের যাত্রীবাহী বাসের চাপায় রিজিয়ানা করিম রিমি (১৮) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছে। রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার শহীদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত কলেজছাত্রী রিজিয়ানা করিম রিমি জুরানপুর আদর্শ ডিগ্রি কলেজের দ্বাদশ-শ্রেণির ছাত্রী। তিনি তিতাস উপজেলার জিয়ারকান্দি গ্রামের রেজাউল করিমের মেয়ে। দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

স্থানীয়রা জানান, রোববার বিকেলে রিজিয়ানা করিম রিমিসহ তিন কলেজ ছাত্রী রাস্তা পার হচ্ছিলো। এ সময় ঢাকাগামী সেন্টমার্টিন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রিমিসহ দু’জনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় রিমি।

 

ওসি জাহাঙ্গীর আলম বলেন, নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪