ই-পেপার | শুক্রবার , ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পটিয়ায় ১২ দিনব্যাপি মাহফিলে অধ্যাপক হারুন : কুরআন-সুন্নাহ ইসলামের মূলভিত্তি

আবদুল হাকিম রানা, পটিয়া :

 

চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৪নং ওয়ার্ড শেয়ানপাড়ায় ১২ দিন ব্যাপী ঈদে মিলাদুন্নবী (দ) মাহফিল কর্তৃপক্ষের উদ্যোগে ৭ম বারের মত “বিশ্ব মানবতার মুক্তির একমাত্র দিশারি রাসুলে করিম হযরত মুহাম্মদ (দ) এর শুভাগমন উপলক্ষ্যে ১২ দিন ব্যাপী ঈদে মিলাদুন্নবী (দ) মাহফিলের ৫ম দিবস ২১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার দিবাগত রাত শরীফ খাঁ জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মুহাম্মদ হারুনুর রশিদ। এতে প্রধান বক্তা ছিলেন- প্রফেসর ড. মুহাম্মদ এ এস এম বোরহান উদ্দিন। সভাপতি ছিলেন- হাজী মুহাম্মদ আবদুল হামিদ। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- প্রফেসর ড. মুহাম্মদ ইউসুফ জিলানী এবং উদ্বোধক ছিলেন- মুহাম্মদ নোমান।

 

এতে বিষয়ভিত্তিক আলোচনায় বক্তারা বলেন- বিদায় হজ্বের ভাষণে রাসুল (দ) বলেন আমি আমার উম্মতের জন্য দু’টি আমানত রেখে যাচ্ছি, আর তা হলো কুরআন ও সুন্নাহ এই দু’টি হলো ইসলামি জ্ঞানের প্রধান উৎস। যুগে যুগে ইসলামী মনিষীরা এ দু’টি বিষয়কে সামনে রেখে বিভিন্ন হুকুম আহকাম উদ্ভাবন করেছেন। যা উম্মতের জন্য অনুসরণীয়। মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মুহাম্মদ দিদারুল ইসলাম, মুহাম্মদ নাসির উদ্দিন, মুহাম্মদ জালাল উদ্দিন, হাজী মুহাম্মদ আবদুল মালেক, মুহাম্মদ আলী হোসাইন, মাওলানা আবদুল আজিজ, মুহাম্মদ মাহমুদুর রহমান মামুন, মাওলানা আহমদ হালিমী, মুহাম্মদ আনোয়ারুল ইসলাম, হাজী রফিকুল ইসলাম, মাওলানা এয়ার আলী রজভী, মাওলানা কারী হোসাইন, মুহাম্মদ ফারুকুল ইসলাম, মুহাম্মদ আবদুর রহমান, হাফেজ মুহাম্মদ নাঈম উদ্দিন হাফেজ মুহাম্মদ ইবরাহীম, মাওলানা ফরিদুল আলম, গাজী মুহাম্মদ আবদুল মামুন, জয়নাল আবেদীন সাকিব প্রমুখ।

 

এতে প্রধান অতিথি অধ্যাপক হারুনুর রশীদ বলেন, হজরত মুহাম্মদ (সা:)ছিলেন সমগ্র মানব জাতির মুক্তির দূত, কোরআন ও সুন্নাহ হল মূল ভিত্তি। তারা তা অনুস্মরণ ও অনুকরনের মাধ্যমে সকলকে জীবন গঠনের আহবান জানান।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪