ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

হাতিয়ায় মাসিক ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

হানিফ সাকিব, হাতিয়া :

নোয়াখালীর হাতিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকী’র সভাপতিত্বে হাতিয়া উপজেলা পরিষদের সভাকক্ষে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

 

এতে উপস্থিত ছিলেন, হাতিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুব মুর্শেদ লিটন, হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমির হোসেন, হাতিয়া প্রেসক্লাবের সভাপতি কৃষ্ণ চন্দ্র মজুন্দার, উপজেলা কৃষি অফিসার আব্দুল বাজেদ সবুজ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জামরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ সাজ্জাদুল ইসলাম, হাতিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিক, উপজেলা প্রাথমিক ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার আকবর হোসেন, হাতিয়া সমাজসেবা অফিসার কাজী ইমরান হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসের প্রতিনিধি রাহেদ উদ্দিন, কোস্ট গার্ডের প্রতিনিধি, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, মুক্তিযোদ্ধা।

 

উপজেলা আইন শৃঙ্খলা সভায় উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা, ইউনিয়নগুলোর চেয়ারম্যানসহ স্কুল, কলেজের প্রধানগণ ও সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪