ই-পেপার | বৃহস্পতিবার , ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

তালতলীতে বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহায়তায় বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ

তালতলী সংবাদদাতা :

বরগুনার তালতলী উপজেলায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় অসহায় পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষা-কার্যক্রম গতিশীল ও মান উন্নয়নের লক্ষ্যে ৩০ শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও উপকরণ বিতরণ করা হয়েছে।

 

উপজেলা পরিষদের মিলনায়তনে প্রতি শিক্ষার্থীকে ৪ হাজার টাকা ও ১ হাজার টাকা মূল্যের শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তালতলী উপজেলা নির্বাহী অফিসার সিপাত আনোয়ার তুমপা।

প্রজেক্ট সুপারভাইজার রানা আহমেদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রজেক্ট সুপারভাইজার রানা আহমেদ বলেন, প্রান্তিক পর্যায়ে শিক্ষার প্রসার ঘটাতে সারা বছরই আমরা এই শিক্ষাবৃত্তি প্রদান করে থাকি। বিশেষ করে নারী শিক্ষার প্রসারে আমরা কাজ করে যাচ্ছি।

 

উপজেলা নির্বাহী অফিসার সিপাত আনোয়ার তুমপা বলেন, বিদ্যানন্দ দীর্ঘদিন যাবত বিভিন্ন কল্যাণমূলক কাজ করে আসছে। শিক্ষাবৃত্তি প্রদান খুবই ভালো একটা উদ্যোগ। প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে শিক্ষার প্রসার ঘটাতে সরকারের পাশাপাশি বিদ্যানন্দ ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪