ই-পেপার | শুক্রবার , ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের প্রতিনিধি দল

ইয়াছমিন মুন্নী, কক্সবাজার:

জাতিসংঘের সহকারি মহাসচিব ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (UNDP) সহকারি প্রশাসক ও দক্ষিণ এশিয়া এবং প্রশান্ত অঞ্চলের আঞ্চলিক পরিচালক MS. KANNI WIGNARAJA এর নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।

 

১১ সেপ্টেম্বর, সোমবার সকাল সোয়া দশটার দিকে জাতিসংঘের সহকারি মহাসচিব ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির সহকারি প্রশাসক ও দক্ষিণ এশিয়া এবং প্রশান্ত অঞ্চলের এই আঞ্চলিক পরিচালকের নেতৃত্বে প্রতিনিধি দলটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়ে বিভিন্ন ক্যাম্প ঘুরে দেখেন ও শরণার্থীদের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।

 

প্রতিনিধি দলটি উখিয়া উপজেলার ক্যাম্প-১৭, ক্যাম্প-২০ (এক্সটেনশন), ক্যাম্প-৪ (এক্সটেনশন) এবং কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পে গিয়ে সার্বিক চিত্র পরিদর্শন ও পর্যবেক্ষণ করেন। এ সময় প্রতিনিধি দলটির সাথে ছিলেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত ডিআইজি ও ১৪ এপিবিএন ইকবাল হাসান, এবং ১৪ এপিবিএনের সহ-অধিনায়ক ও পুলিশ সুপার মো: সাইফুজ্জামান।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪