ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফেনীতে খড়ের গাদায় চাপা পড়ে দুই শিশুসহ মায়ের মৃত্যু

আবদুর রহিম জয় চৌধুরী, ফেনী

 

ফেনীর ফুলগাজীর আমজাদহাটে খড়ের গাদায় চাপা পড়ে দুই শিশুসহ মায়ের মৃত্যু হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার ধর্মপুর এলাকার ফকির বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই এলাকার বাহরাইন প্রবাসী টিপু আলমের স্ত্রী সুমি আক্তার (৩৫) এবং তাদের দুই সন্তান শাহিদ (৫) ও সিয়াম (২)।

স্থানীয় সূত্রে জানা যায়, সুমি আক্তার আজ সকালে গবাদিপশুর জন্য খড় কাটছিলেন। এ সময় তার দুই সন্তান পাশে খেলাধুলা করছিল। হঠাৎ খড়ের গাদা ভেঙে পড়লে দুই সন্তানসহ সুমি খড়ের গাদায় চাপা পড়েন। পরে সেখান থেকে তাদের উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতদের মরদেহ সেখানেই রয়েছে।

 

ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মিথিলা কানন সিএনএন বাংলা২৪কে জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।এ বিষয়ে ফুলগাজী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম সিএনএন বাংলা২৪কে বলেন, তিনজনের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংল২৪