ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

পটিয়ায় মা সমাবেশে হুইপ : শিক্ষার্থীদের  সুনাগরিক করতে মায়ের ভূমিকা অপরিসীম

আবদুল হাকিম রানা, পটিয়া :

 

পটিয়ায় মাদরাসা পর্যায়ে প্রথম মা সমাবেশ হয়েছে ছনহরা হজরত চিকন খলিফা ছিদ্দিক আহমদ আলীম  মাদরাসায়। এতে প্রধান অতিথি হুইপ সামশুল হক চৌধুরী বলেন, ছেলে মেয়েদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বাবাদের চেয়ে মায়েদের ভূমিকা অপরিসীম। কারণ বাবারা নানা কাজে বাড়ির বাইরে থাকেন দিনের অধিকাংশ সময়।

 

তাছাড়া চাকরির কারণে অনেক বাবা নিজ বাড়িতেও থাকেন না। ফলে ছেলেমেয়েদের সার্বিক গাইডলাইনের মধ্যে রেখে থাকেন মায়েরা। তিনি ছেলেমেয়েদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে মায়েদের আরো দায়িত্বশীল হওয়ার আহবান জানিয়ে বলেন, মাদরাসা ছুটির পর ছেলেমেয়েরা কোথায় যায়, কি করে তা সবসময় খোঁজখবর নিতে হবে।

 

অন্যথায় ছেলেমেয়েদের জীবন অবক্ষয়ের দিকে ধাবিত হতে পারে। তিনি আরো বলেন, কোরআন সুন্নাহর আলোকে মাদরাসা শিক্ষাকে যুগোপযোগী করা তথা একমূখী শিক্ষা ব্যবস্থা চালু হওয়ায় মাদরাসা শিক্ষার্থীদের গুরুত্ব অনেকাংশে বেড়েছে বলে তথ্য প্রকাশ করে বলেন, এ শিক্ষার মাধ্যমে কোরআন, সুন্নাহ ও নৈতিক শিক্ষা বিকশিত হচ্ছে।

 

সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিস মিয়া প্রতিষ্ঠিত এ মাদরাসার মা সমাবেশে প্রধান অতিথি ছিলেন হুইপ সামশুল হক চৌধুরী এমপি। সভাপতিত্ব করেন মাদরাসার প্রতিষ্টাতা সভাপতি আলহাজ্ব ইদ্রিস মিয়া। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক লীগের সভাপতি নুরুল হাকিম, জেলা আওয়ামী লীগ নেতা আবু ছালেহ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম এজাজ চৌধুরী, এস এস গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ, বিশিষ্ট সমাজ হিতৈষী শফিউল আলম বাদশা, আওয়ামী লীগ নেতা ওসমান আলমদার, মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা শরীফ উল্লাহ আশেকী, আলহাজ্ব মাওলানা ইউসুফ জিলানী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিনিয়র শিক্ষক মাষ্টার হারুনুর রশীদ।

 

সভাপতির বক্তব্যে সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিস মিয়া বলেন, মাদরাসা শিক্ষার মাধ্যমে ছেলেমেয়েদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় আলোকিত নাগরিক হিসেবে গড়ে তোলার অবারিত সুযোগ রয়েছে। তিনি শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে সেই সুযোগ কাজে লাগানোর আহবান জানান।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪