ই-পেপার | বৃহস্পতিবার , ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কিংবদন্তি ফুটবলার বেকেনবাওয়ার আর নেই

ক্রীড়া ডেস্ক :

কোচ ও খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জয়। এই কৃতিত্বের তিন মালিকের একজন জার্মানির ফ্রেঞ্জ বেকেনবাওয়ার। কিংবদন্তি ফুটবলার এবং কোচ বেকেনবাওয়ার এখন থেকে স্মৃতির পাতায়।

রোববার (৭ জানুয়ারি) ৭৮ বছর বয়সে মারা গেছেন এই জার্মান ফুটবল ব্যক্তিত্ব।

বায়ার্ন মিউনিখে ১৯৬৪ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত খেলা বেকেনবাওয়ার ১৯৭৪ সালে পশ্চিম জার্মানির অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জয় করেন। এরপর ১৯৯০ সালে কোচ হিসেবে দলকে এনে দেন বিশ্বকাপ। পশ্চিম জার্মানি জাতীয় দলের হয়ে ১০৩টি ম্যাচ খেলেছেন ডেন কাইজার খ্যাত এই লিজেন্ড ফুটবলার।

তিন বিশ্বকাপ খেলা বেকেনবাওয়ার দু’বার ইউরোপ সেরা ফুটবলার হন। ১৩ বছর বায়ার্ন মিউনিখে কাটিয়ে এরপর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক কসমসে যোগ দেন। এরপর দু’বছরের জন্য খেলেন জার্মান ক্লাব হামবুর্গে। তিনিই একমাত্র ফুটবলার যিনি ডিফেন্ডার হিসেবে দু’বার ব্যালন ডি অর জয় করেন।

কোচ ও খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জয়ের কৃতিত্বের অপর দুই মালিক ব্রাজিলের মারিও জাগালো এবং ফ্রান্সের দিদিয়ের দেশ্যামস।