ই-পেপার | রবিবার , ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশের বিপক্ষে দুই সিরিজের জন্যই দল ঘোষণা ভারতের

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ নারী দলের বিপক্ষে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ খেলতে আগামী ৬ জুলাই ঢাকায় পা রাখবে ভারতীয় নারী ক্রিকেট দল। রোববার রাতে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারত।

ভারতের বিপক্ষে শুরুতে টি-টোয়েন্টি সিরিজটি মাঠে গড়াবে, যথাক্রমে আগামী ৯, ১১ ও ১৩ জুলাই। এরপর তিন ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৬, ১৯ ও ২২ জুলাই। সবগুলো ম্যাচই মাঠে গড়াবে মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। আসন্ন এ ওয়ানডে সিরিজটি আইসিসি উইমেনস চ্যাম্পিয়নশিপের ২০২২-২০২৫ মধ্যে রয়েছে। যা ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের ক্ষেত্রে এ সিরিজের পয়েন্ট কাজে আসবে।

বাংলাদেশের বিপক্ষে ভারতের ঘোষিত টি-টোয়েন্টি দল- হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা, দীপ্তি শর্মা, শেফালি ভার্মা, জেমিমা রদ্রিগজ, ইয়াস্তিকা ভাটিয়া (উইকেটরক্ষক), হারলিন দেওল, দেবিকা বৈদ্য, উমা চেত্রি (উইকেটরক্ষক), আমানজত কৌর, এস মেঘনা, পূজা ভাস্ত্রাকার, মেঘনা সিং, অঞ্জলি সারভানি, মনিকা প্যাটেল, রাশি কানোজিয়া, আনুশা বারেডি, মিন্নু মানি

ঘোষিত ওয়ানডে দল- হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা, দীপ্তি শর্মা, শেফালি ভার্মা, জেমিমা রদ্রিগজ, ইয়াস্তিকা ভাটিয়া (উইকেটরক্ষক), হারলিন দেওল, দেবিকা বৈদ্য, উমা চেত্রি (উইকেটরক্ষক), আমানজত কৌর, প্রিয়া পুনিয়া, পূজা ভাস্ত্রাকার, মেঘনা সিং , অঞ্জলি সারভানি, মনিকা প্যাটেল, রাশি কানোজিয়া, আনুশা বারেডি, স্নেহ রানা।

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪: