ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

ইতালিতে ভৈরব পরিষদ ভেনিস’র উদ্যোগে চড়ুইভাতি ও মিলনমেলা অনুষ্ঠিত

জাকির হোসেন সুমন, ইতালি:

ইতালিতে ভৈরব পরিষদ ভেনিসের আহবায়ক কমিটি উদ্যোগে চড়ুইভাতি ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

ভৈরব পরিষদ ভেনিসের আহবায়ক জাহিদ সুজনের তত্ত্বাবধানে এবং সদস্য সচিব মিয়া মোঃ রাশেদের পরিচালনায় পার্কো হায়েস এ ৬ষ্ট প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয় নবীন ও প্রবীনের সমন্বয়ে।

 

মিলনমেলায় উপস্থিত ভৈরব পরিষদ ভেনিসের প্রতিষ্ঠাতা উপদেষ্টা মন্ডলী, প্রতিষ্ঠাতা সদস্য ও নবীন সদস্যদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।

চড়ুইভাতি ও পারিবারিক মিলনমেলায় দেশীয় সাজে ফুটে ওঠে বাংগালীর ঐতিহ্য বাহারি সাজে নারী-পুরুষ ও শিশুরা ফিরে যায় দেশীয় সংস্কৃতিতে।

 

সে সময় বালিশ খেলাসহ বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক খেলা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন সংগঠনের নেতারা।

 

সে সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা কাজী আব্দুল মান্নান, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম, উমর আলী মিয়া, মুজাহিদ মিয়া,মাসুম মিয়াসহ সংগঠনের সদস্য সেলিম জাভেদ, রতন মিয়া, সেলিম হোসেন, হারুন অর রশিদ, কাজী রোনাক, আবুল বাশার, জয়নাল আবেদীন, আলম মিয়া, হেলাল উদ্দিন, আরিফুল ইসলাম সাদ্দামসহ নবীন সদস্য আলামিন মিয়া, আরিফ মিয়া, আফজাল আলি প্রমূখ।

 

অনুষ্ঠানে শিশু, মহিলা এবং পুরুষদের জন্য আলাদা প্রতিযোগীতামূলক খেলা পরিচালনা করেন সংগঠনের সদস্য সানি হক।

 

এইচ এম কাদের,সিএনএন  বাংলা২৪