ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধের তদন্ত চায় বাংলাদেশসহ ৫ দেশ

আন্তজার্তিক ডেস্ক :

ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজা ‍উপত্যকায় ইসরায়েলের যুদ্ধাপরাধের এবং উপত্যকার সার্বিক পরিস্থিতির তদন্ত চেয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কাছে আবেদন জানিয়েছে বাংলাদেশসহ পাঁচটি দেশ।শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানান আইসিসির জ্যেষ্ঠ প্রসিকিউটর করিম আহমেদ খান। তিনি বলেন, ৫ দেশের প্রতিনিধিদের এই যৌথ আবেদন গ্রহণ করেছে আইসিসি। খবর রয়টার্স।

 

আবেদন জানানো পাঁচটি দেশের মধ্যে বাংলাদেশ ছাড়া অন্যান্য দেশগুলো হল, দক্ষিণ আফ্রিকা, বলিভিয়া, কমোরোস এবং জিবুতি।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বে টুইটার) পোস্ট করা এক বিবৃতিতে আইসিসির প্রসিকিউটর করিম আহমেদ খান জানান, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, বলিভিয়া, কমোরোস ও জিবুতি যৌথভাবে আন্তর্জাতিক অপরাধ আদালতে ওই আবেদন করেছে।

 

তিনি আরও জানান, ২০০২ সালে যে রোমান সংবিধির ওপর ভিত্তি করে আইসিসি প্রতিষ্ঠিত হয়েছে, সেই সংবিধি অনুযায়ী কোনো সদস্যরাষ্ট্র যদি বাইরের কোনো রাষ্ট্রের হামলার শিকার হয় এবং ওই হামলাকারী রাষ্ট্র যদি আন্তর্জাতিক অপরাধ আদালত সনদে স্বাক্ষরকারী কিংবা স্বীকৃতি দানকারী দেশ না ও হয়— তাহলেও ওই রাষ্ট্রের বিরুদ্ধে তদন্ত করতে পারবে আইসিসি। ইসরায়েল আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এর সদস্য নয়, এখন পর্যন্ত এই আদালতকে স্বীকৃতিও দেয়নি দেশটি। এদিকে ফিলিস্তিন আইসিসির সদস্য।

 

গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলে হামাসের হামলার প্রতিশোধ নিতে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে নির্বিচারে হামলা, অভিযান ও হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইতিমধ্যে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা ও অভিযানে প্রাণ হারিয়েছেন ১২ হাজারের বেশি ফিলিস্তিনি। এই নিহতদের এক তৃতীয়াংশেরও বেশি শিশু ও অপ্রাপ্তবয়স্ক।