ই-পেপার | মঙ্গলবার , ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রেম টিকিয়ে রাখতে গিয়ে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

কক্সবাজার অফিস :

 

নিজের প্রেমিকার সাথে সম্পর্ক টিকিয়ে রাখতে মাথায় পিস্তল ঠেকিয়ে আত্মহত্যার হুমকি দিয়ে অবশেষে পিস্তলসহ গ্রেপ্তার হলেন প্রেমিক। গ্রেপ্তার প্রেমিক আবিরুল ইসলাম কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ ডিককুল গ্রামের মৃত আবুল কালামের পুত্র।

 

পুলিশ জানায়, আবিরুল ইসলামের সাথে সামাজিক যোগাযোগমাধ্যমে এক তরুণীর পরিচয় হয়। পরে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। আবিরুল ইসলাম সময়ে-অসময়ে অতিরিক্ত বিরক্ত করা শুরু করলে ওই তরুণী যোগাযোগ বন্ধ করে দেয়। পরে ছেলেটি সম্পর্ক টিকিয়ে রাখতে মাথায় পিস্তল ঠেকিয়ে আত্মহত্যার হুমকি দেয়। বিষয়টি গোপন সূত্রে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ তদন্তে নামে। একপর্যায়ে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ ডিককুল এলাকার একটি দোকান থেকে পিস্তলসহ ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

 

বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ মিজানুর রহমান। তিনি জানান, গ্রেপ্তার আবিরুল ইসলামের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪