সেলিম উদ্দীন,ঈদগাঁও :
কক্সবাজারের ঈদগাঁওতে আলম নামের তৃতীয় শ্রেণি পড়ুয়া শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের দারুচ্ছালাম দাখিল মাদ্রাসার ছাত্র। নিহত শিশুটি ইউনিয়নের গজালিয়া এলাকার উমর মিয়ার ছেলে এবং এবং সে আবদুল আজিজ নামের একজনের তত্বাবধানে ছোটকাল থেকেই লালিত- পালিত হয়ে আসছিল বলে জানা গেছে।
গত শুক্রবার সকালে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের মধ্যম গজালিয়া জসিম মেম্বারের বিল নামক এলাকায় এ ঘটনা ঘটে।জানা যায়, কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জের আওতাধীন রাজঘাট বিট এলাকা এবং ইসলামপুর-ইসলামাবাদ ইউনিয়নের সিমান্তবর্তী এলাকায় ড্রেজার দিয়ে বালি উত্তোলনের কারণে বড় ধরণের গর্তের সৃষ্টি হয়। বৃষ্টির পানিতে গর্তগুলো পানিভর্তি হয়ে যায়। ঘটনার দিন নিয়মিত খেলাধুলা করার সময় অন্যদের অগোচরে শিশুটি গর্তে পড়ে যায়।
এ সময় প্রত্যক্ষদর্শী সহপাঠিদের চিৎকার শুনে আশপাশের মানুষ এগিয়ে এসে শিশু আলমকে উদ্ধার করে ঈদগাঁওস্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। এ মৃত্যুর ঘটনায় অভিযোগ করা হয়েছে কিনা জানতে চাইলে ঈদগাঁও থানার অফিসার ইনর্চাজ মো. গোলাম কবির জানান, কেউ অভিযোগ দেয়নি । অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।