ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কুতুব‌দিয়ায় নোঙর মার্কার শরীফ বাদশাকে জ‌রিমানা

স্টাফ রি‌পোর্টার, কুতুব‌দিয়া

কক্সবাজ‌ার-২( কুতুব‌দিয়া-ম‌হেশখালী) আস‌নে বিএনএম ম‌নোনীত নোঙর প্রতী‌কের প্রার্থী শরীফ বাদশা‌কে  নির্বাচনী আচরণ বি‌ধি লঙ্ঘ‌নের দা‌য়ে  ১০ হাজার টাকা জ‌রিমানা ক‌রে‌ছেন নির্বা‌হি ম‌্যা‌জি‌স্ট্রেট।

বুধবার (২০ ডি‌সেম্বর) দুপু‌রে কুতুব‌দিয়ায়  নির্বাচনী প্রচারণা কর‌তে গি‌য়ে অ‌তি‌রিক্ত গাড়ী ব‌্যবহার করায় এ জ‌রিমানা করা হয় ব‌লে জানা গে‌ছে।
উপ‌জেলা নির্বা‌হি অ‌ফিস সূত্র জানায়, বুধবার দুপু‌রের দি‌কে কক্সবাজার-২ আস‌নের সংসদ সদস‌্য প্রার্থী শরীফ বাদশাহ নির্বাচনী বি‌ধি লঙ্ঘন ক‌রে প্রচারণায় বিপুল সংখ‌্যক  যানবাহন সহ মি‌ছিল করায়  উপ‌জেলা সহকা‌রি ক‌মিশনার (ভূ‌মি) জর্জ মিত্র  চাকমা  ১০ হাজার টাকা জ‌রিমানা ক‌রেন।