ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

টেকনাফে দুর্যোগ বিষয়ক কর্মশালা সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি,টেকনাফ:

দুইদিন ব্যাপী দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। টেকনাফ উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যের নিয়ে এ কর্মশালার আয়োজন করে।

 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম। এ সময় উপজেলা পরিষদের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

দুইদিন ব্যাপী কর্মশালা মঙ্গলবার (১৮ জুলাই) সমাপ্ত হয়েছে। কর্মশালায় ৫৪ জন সদস্য প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন। সভায় সদস্যের দুর্যোগকালীন করনীয় বিষয়ে ধারনা দেওয়া হয়েছে।

 

নুর মোহাম্মদ, সিএনএন বাংলা২৪