ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

হাতিয়ায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

হানিফ সাকিব, হাতিয়া:

নোয়াখালীর হাতিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে উপজলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী, হাতিয়া উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কর্মকর্তা মোঃ সাজ্জাদুল ইসলাম, হাতিয়া প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার আকবর হোসেন, হাতিয়া উপজেলা দুর্যোগ প্রস্তুতি কর্মসূচির সহকারি পরিচালক মোহাম্মদ বদিউজ্জামান,হাতিয়া উপজেলা প্রশাসনিক কর্মকর্তা কামাল উদ্দিন।

এসময় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন- জ্ঞান, দক্ষতা ও প্রযুক্তি নির্ভর এ বিশ্বে দেখা যায়- যে জাতি যতো শিক্ষিত, সে জাতি ততো উন্নত ও ক্ষমতাবান। স্বাক্ষরতাই শিক্ষার প্রথম সোপান। স্বাক্ষরতা অর্জনের মাধ্যমে মানুষের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি পায়, সচেতন ও স্বনির্ভর হয়, জন্মহার কমে, স্বাস্থ্য সূচকের উন্নয়ন ঘটে। গড় আয়ু বুদ্ধি পায় এবং অর্থনেতিক প্রবৃদ্ধি ঘটে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪: