ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজার শহরে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

শফিউর রহমান নামের একজন ডাকাতি প্রস্তুতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী কক্সবাজার পৌরসভার বড় বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫’র সদস্যরা। জিজ্ঞাসাবাদে আটক আসামী ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী বলে স্বীকারও করেছে।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এডিশনাল এসপি আবু সালাম চৌধুরী সোমবার এ তথ্য জানিয়েছেন।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামী কক্সবাজার পৌরসভার ৪নং ওয়ার্ডের পেশপাড়ার আব্দুল করিমের পুত্র।
গত ১০ ডিসেম্বর র‌্যাব-১৫, ব্যাটালিয়ন সদরের একটি চৌকস আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।

গ্রেফতার আসামীকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।