ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

‘স্মার্ট বাংলাদেশ গঠনে শিক্ষকের ভূমিকা অপরিহার্য’

চট্টগ্রাম ব্যুরো :

চট্টগ্রাম বন্দর-পতেঙ্গা-ইপিজেড এলাকার বেসরকারি কিন্ডারগার্টেন ও মাদ্রাসা শিক্ষক সমাজ বিজয় দিবসের
আলোচনা সভার আয়োজন করে ১৫ ডিসেম্বর, শুক্রবার সকালে।

আব্দুর রহমানের সভাপতিত্বে ও মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী জিয়াউল হক সুমন।

তিনি বলেন, শিক্ষা সম্প্রসারণ ও স্মার্ট বাংলাদেশ গঠনে শিক্ষকের ভূমিকা অপরিহার্য। তিনি আরো বলেন, জনগণের নিকট দায়বদ্ধতার অংশ হিসেবে ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে।

এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ৩৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ হাসান। বিশেষ আলোচক ছিলেন, শিক্ষকনেতা এম. নজরুল ইসলাম খান ও এস.এম দিদারুল আলম। উদ্বোধনী বক্তব্য রাখেন মো.এনায়েত হোসেন। বক্তব্য রাখেন শিক্ষক মোঃ খবির উদ্দিন, মো. আবু জাফর, মোঃ শহীদুল্লাহ, মো.জাকির হোসেন বশার, ডা. জাকির, মিরাজ মাহমুদ, মাও. ইয়াসিন, শামীমা আক্তার।

উপস্থিত ছিলেন মোঃ মনিরুল ইসলাম, আফরোজা খাতুন, সীমা রানী দেবনাথ, মোঃ শফিকুল ইসলাম, জোসনা আক্তার, মো.রুবেল শেখ, সাজ্জাদুল করিম খান, মো. আমিনুল ইসলাম,মো.শাহিন আলম, মো.সাইফুল্লাহ সিদ্দিকী, মো. সাইফুল ইসলাম, মোঃ নিজামুল হক, মো. পারভেজ প্রমূখ।