ই-পেপার | রবিবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

হুইল চেয়ার পেয়ে খুশি প্রতিবন্ধী শিক্ষার্থী শফিকুল

হায়দার হাওলাদার, তালতলী:

বরগুনার তালতলীর উত্তর কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থী শফিকুলকে সরকারি শিক্ষা সহায়তার আওতায় হুইলচেয়ার প্রদান করা হয়েছে। হুইল চেয়ার হস্তান্তর করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন পল্টু মল্লিক।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমন সিকদার, সমাজসেবক কাওছার হাওলাদার ও আলমাস সিকদার।

হুইল চেয়ার পেয়ে সফিকুলের মা ছালমা বেগম বলেন, ‘মোর পোলায় হাঁটতে পারেনা। মোর কোলে কইরা টানা লাগদে। এহন এই হুইল চেয়ার পাইয়া অনেক খুশি।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪