ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজনগর ডি এস ফাজিল মাদরাসায় নেছার আহমদ এমপিকে সংবর্ধনা

সালেহ আহমদ (স’লিপক), সিলেটঃ

মৌলভীবাজারের রাজনগর দারুস সুন্নাহ ফাজিল (ডিগ্রি) মাদরাসায় নেছার আহমদ এমপি ও মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান এর শুভাগমন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে মাদরাসা কমিটি।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজনগর দারুস সুন্নাহ মাদরাসা মাঠ নেছার আহমদ এমপি ও মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমানকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ (অবঃ) জিলাল উদ্দীন।
প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমেদ। বিশেষ অতিথি মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাউর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিলন বখত, সাংগঠনিক সম্পাদক নজমুল হক সেলিম, আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহবায়ক আকমল হোসেন, রেজাউল করিম সোহেল প্রমুখ।
বক্তারা মাদরাসার উন্নয়ন নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা করেন এবং আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনার আহবান জানান।
এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪