ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কুলাউড়া থানার ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সালেহ আহমদ (স’লিপক), সিলেট

মৌলভীবাজারের কুলাউড়া থানা ওসির বিরুদ্ধে স্বাক্ষী দেওয়ায় প্রতিহিংসার শিকার অসুস্থ এক প্রতিবন্ধী যুবক মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।

 

বৃহস্পতিবার (৩১ আগষ্ট) মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কুলাউড়ার বরমচাল ইউনিয়নের কলিমাবাদ গ্রামের সাহেল খাঁন জানান, তিনি শারিরীক প্রতিবন্ধি। ডান হাত প্রায় দ্বিখন্ডিত, পেটে বড় ধরনের অপারেশন নিয়ে চিকিৎসাধীন অবস্থায় জিআর ১২৫/২০১২ইং মামলায় তার অনুপস্থিতিতে সাজাপ্রাপ্ত হলে কুলাউড়া থানা পুলিশ গত ৪ আগষ্ট তাকে গ্রেফতার করে।

 

গ্রেফতারের পর কুলাউড়া থানার এসআই রায়হান কবির ও এসআই তাজুল হোসেন তার ছবি তোলেন। ওসি আব্দুস ছালেক প্রতিহিংসা বশতঃ কুলাউড়া থানা ফেইসবুক পেইজে রাবার চোর, গাছ চোর, ৮টি মামলার আসামীসহ মানহানীকর কথা লিখে পারিবারিক ও সামাজিকভাবে অপদস্থ করতে পেইজে পোষ্ট করেন। তার উপর রাবার চুরি, গাছ চুরিসহ ৮টি মামলার কোন ভিক্তি নেই।

 

এব্যাপারে সাহেল খাঁন গত ২৩ আগষ্ট সিলেট রেঞ্জের ডিআইজি, ২৯ আগষ্ট মৌলভীবাজার পুলিশ সুপার ও জেলা প্রশাসক বরাবরে আবেদন করেন।

 

সংবাদ সম্মেলনের সাহেল খাঁন জানান, কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের একরামনগর গ্রামের শহীদ আলীর স্ত্রী ১০ এপ্রিল কুলাউড়া থানার এসআই হারুনুর রশিদ, ওসি মোঃ আব্দুস ছালেক সহ চার জনের বিরুদ্ধে একটি মামলা রেকর্ড করতে ২০ হাজার টাকা ও কিছু দুস্কৃতিকারী কর্তৃক তার বাড়িতে কেঁটে রাখা গাছ এসআই হারুনুর রশীদের উপস্থিতিতে নিয়ে যাওয়ার বিষয়ে গাছগুলো উদ্ধার করতে ২০ হাজার টাকা দাবী করেন এবং তার মামলাটি আমলেও নেননি।

 

তাদের এই দুর্নীতির অভিযোগে সিলেট রেঞ্জের ডিআইজি ও মৌলভীবাজার পুলিশ সুপার নিকট একটি অভিযোগ দাখিল করেন। অভিযোগটি মৌলভীবাজার অতিরিক্ত পুলিশ সুপার নাসের হোসেন কর্তৃক তদন্তের সময় সাহেল খাঁন স্বাক্ষী দেন। যার কারণে ওসি আব্দুস ছালেক তাকে গ্রেফতারের পর মানহানীকর কথাবার্তা লিখে ফেসবুক পেইজে অপমান করার জন্য পোষ্ট করেছিলেন। বর্তমানে ওসির হুমকিতে প্রতিবন্ধী সাহেল খাঁন ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভোগছেন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪