ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রামুতে দুই হাজার ইয়াবাসহ বাসযাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার:

চট্টগ্রামগামী যাত্রীবাহী বাস তল্লাশি করে কক্সবাজারের রামুতে ২ হাজার ইয়াবাসহ একজন বাসযাত্রীকে আটক করেছে রামু ক্রসিং হাইওয়ে থানার পুলিশ।

 

বুধবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৭টায় রামু উপজেলার জোয়ারিয়ানালার চা বাগান এলাকায় কক্সবাজার -চট্টগ্রাম মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

 

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রামু ক্রসিং হাইওয়ে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামগামী বাসের একজন যাত্রী ইয়াবা নিয়ে যাচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে রামু ক্রসিং হাইওয়ে থানার এসআই আজহারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ জোয়ারিয়ানালার চা বাগান এলাকায় কক্সবাজার -চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসিয়ে চট্টগ্রামগামী বাসের একজন যাত্রীর ব্যাগ তল্লাশি করে ২ হাজার ইয়াবা উদ্ধারসহ তাকে আটক করা হয়।

 

আটককৃত পাচারকারী ফেরদৌস টেকনাফের পূর্ব সাতঘরিয়াপাড়ার বাসিন্দা।

তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪