ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সেন্টমার্টিনে নিখোঁজ হওয়া বিসিএস ক্যাডার হ্যাপি ৫দিন পর উদ্ধার

কোহিনূর হেলাল, কক্সবাজার :

 

কক্সবাজার-টেকনাফের সেন্টমার্টিনে ভ্রমন করতে গিয়ে নিখোঁজ হওয়া সেই বিসিএস ক্যাডার হ্যাপি (৩১) কে টেকনাফ থানা পুলিশ উদ্ধার করেছে। তিনি ৪১তম বিসিএস ক্যাডার। তাকে বনবিভাগে পদায়ন করেছিলো সরকার।

 

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরের দিকে তাঁকে উদ্ধার করার সত্যতা নিশ্চিত করেন টেকনাফ থানা পুলিশের অফিসার ইনচার্জ মুহাম্মদ ওসমান গণি জানান, সেন্টমার্টিন ভ্রমন করতে গিয়ে গত রবিবার (৪ ফেব্রুয়ারি) থেকে ওই নারীর সন্ধান মিলছে না মর্মে তার সাথে বেড়াতে আসা সহকর্মীরা পুলিশকে অবহিত করার পাশাপাশি থানায় একটি ডায়রি করেন। পরে জেলা পুলিশ সুপার ও উখিয়া-টেকনাফ সার্কেলের সার্বিক নির্দেশনা মোতাবেক এসআই সুদর্শনের নেতৃত্বে পুলিশের একটি তাকে উদ্ধারে অভিযানিক কার্যক্রম শুরু করে।

 

সেই সূত্র ধরে গত ৫ ফেব্রুয়ারি নিখোঁজ নারী বিসিএস ক্যাডারের মোবাইল ফোনের লোকেশন কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্ট এলাকায় ট্রেকিংয়ে পাওয়া যায়।

 

পরে শুক্রবার ভোর রাত ৩টার দিকে কক্সবাজার শহরের সুগন্ধা বীচ পয়েন্ট সংলগ্ন এ আর গেস্ট হাউসের একটি রুম থেকে তাকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

 

ওসি আরও জানান, উদ্ধার হওয়া বিসিএস ক্যাডার হ্যাপিকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, তিনি নিজের ব্যক্তিগত সমস্যা এবং বিসিএস রেজাল্টের ফলাফল মনের মতো না হওয়ায় হতাশ হয়ে নিজের জীবনটাকে আড়ালে রাখার জন্য এই পথ বেঁচে নিয়েছেন।

 

এবিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আদনান চৌধুরী জানান, পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ৫ দিন পর এই নারী বিসিএস ক্যাডারকে কক্সবাজারের একটি হোটেল থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে।

 

উল্লেখ্য, নিখোঁজ নারীসহ ২ ফেব্রুয়ারি ঢাকা থেকে ৭১ জনের একটি দল সেন্টমার্টিনে ভ্রমনে যায়। তারা দ্বীপের হোটেল সি ভিউসহ বেশ কয়েকটি রিসোর্টে উঠেন।এরপর রবিবার সকালে তিনি বন্ধুর সাথে দেখা করার কথা বলে রিসোর্ট থেকে বের হয়ে যান। বিকেল পর্যন্ত তিনি হোটেলে ফিরে না আসায় তার মুঠোফোনে যোগাযোগ করা হয়। এসময় তিনি মুঠফোনে উত্তর দেন বন্ধুর সাথে আছি। কিন্তু এক ঘণ্টা পর তার মুঠফোনটি বন্ধ পাওয়া যায়।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট