ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ময়মনসিংহে ৭টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক সিলগালা

মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ :

 

প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স, স্বাস্থ্যসম্মত পরিবেশ এবং সঠিক কাগজপত্র না থাকায় ময়মনসিংহ নগরীর সাতটি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক সিলগালা করে দেওয়া হয়েছে।

 

রোববার বিভাগীয় স্বাস্থ্য দপ্তর অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠান বন্ধ করে দেয়। এদিন নগরীর মোট ১১টি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।

 

এ সময় কোনো ডাক্তার, নার্স না থাকায় এবং অপরিচ্ছন্নভাবে অপারেশন থিয়েটার পরিচালনা করার কারণে আধুনিক প্রাইভেট হাসপাতাল, আদিব প্রাইভেট হাসপাতাল, গ্রামীণ প্রাইভেট হাসপাতাল ও গাজী প্রাইভেট হাসপাতাল সিলগালা করা হয়।

 

একই অভিযোগে শান্তা ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের ল্যাব এবং অপারেশন থিয়েটার বন্ধ করে দেওয়া হয়। ল্যাব টেকনিশিয়ান ও সঠিক কাগজপত্র না থাকায় মহানগর ডায়াগনস্টিক সেন্টার ও মাসুদ ডায়াগনস্টি সেন্টার সিলগালা করা হয়েছে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪