ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পরানগঞ্জ বাজার রক্ষার দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন কর্মসূচি

মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ

ময়মনসিংহ সদর উপজেলার চরাঞ্চলের ঐতিহ্যবাহী পরাণগঞ্জ বাজার রক্ষার দাবিতে মানবন্ধন করেছেন বাজারের প্রায় শতাধিক ব্যবসায়ীরা। মঙ্গলবার ১৭ অক্টোবর ২০২৩ তারিখ দুপুর ২টায় পরানগঞ্জ দক্ষিণ বাজার এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন,ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাজারের ব্যবসায়ী ইছামদ্দীন বেপারী, পরানগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান-১ ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বজলুর রহমান,ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মমিনু ইসলাম,ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম আনারসহ বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা।

 

মানববন্ধনে বক্তারা জানান-ময়মনসিংহ সদর উপজেলার রহমতপুর বাইপাস থেকে পরাণগঞ্জ বাজার হয়ে শেরপুর জেলার (কানাসাখোলা) – চন্দ্রকোণা – নারায়নখোলা – রামভদ্রপুর পর্যন্ত ৫২ কিলোমিটার যে মহাসড়কটি নির্মাণের কাজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার হাতে নিয়েছেন সেটি পর্বের নকশা অনুসারে নির্মাণ করার দাবী জানিয়েছেন।

 

আমির , সিএনএন বাংলা২৪