ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে নালায় পড়ে শিশু নিখোঁজ: ১৭ ঘন্টা পর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ রঙ্গীপাড়ায় নালায় পড়ে নিখোঁজ শিশু ইয়াছিন আরাফাতের লাশ উদ্ধার করা হয়েছে।

নিখোঁজের ১৭ ঘন্টা পর সোমবার (২৮ আগস্ট) সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কর্মীরা লাশটি উদ্ধার করে।

 

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কর্মকর্তা কপিল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, রবিবার (২৭ আগস্ট) নালায় পড়ে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সকাল ৯টার দিকে ঘরের সামনে নালা থেকে একটু দূরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও চসিকের কর্মীদের অভিযানে লাশ উদ্ধার করা হয়েছে।

লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, রবিবার বিকাল ৫টার দিকে দেড় বছরের শিশু ইয়াছিন আরাফাত খেলতে গিয়ে বাড়ির সামনে কেএম হাশিম টাওয়ার এলাকায় নালায় পড়ে নিখোঁজ হয়। এর পরপরই সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

এর আগে গত ৭ আগস্ট চসিকের ইসলামিয়াহাট বাদামতল এলাকায় খোলা নালায় পড়ে নিপা পালিত নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।

২০২১ সালের ২৫ আগস্ট সকালে মহানগরীর মুরাদপুরে ড্রেনে পড়ে নিখোঁজ হন ব্যবসায়ী সালেহ আহমেদ। আজও তার লাশের হদিস পাওয়া যায়নি।

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪