ই-পেপার | মঙ্গলবার , ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রীর আত্মহত্যা, স্বামী পলাতক

চট্টগ্রাম ব্যুরো :

 

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহর (কাজীর গলি শেষ প্রান্তে) জলিল সাহেবের কলোনিতে পারিবারিক কলহের জেরে রাজু আয়শা মনি (২৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

নিহতের মামা মোঃ আব্দুল বাতেন আলমগীর মঙ্গলবার দুপুরে ইপিজেড থানায় উপস্থিত থেকে এর সত্যতা স্বীকার করেন। তিনি অভিযোগ করে বলেন, নিহত নারী তার আপন ভাগ্নি ও তার স্বামী আরশাদুল আলম দীর্ঘদিন ধরে বিভিন্ন কারণে স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলো।

মঙ্গলবার ভোর রাতে স্বামী*স্ত্রীর কথা কাটাকাটির জের ধরেই ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন স্ত্রী। সকালে প্রতিবেশীরা ভাড়া বাসায় সাড়া শব্দ না পেয়ে জানালা দিয়ে দেখেন ঝুলন্ত লাশ।
পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

এব্যাপারে নিকটস্থ ইপিজেড থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে ওসি মোঃ হোসাইন জানিয়েছেন।

তিনি বলেন, নিহতের স্বামী আরশাদুলকে খোঁজা হচ্ছে, তাকে পেলে প্রকৃত ঘটনা কি ঘটেছে তা জানতে পারা যাবে। নিহতের গ্রামের বাড়ি নেত্রকোনার মদন থানা এলাকায় বলে জানা যায়।