ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম মোহামেডান স্পোটিং ক্লাব ব্লুজের জরুরী সভা অনুষ্ঠিত

ক্রিড়াবাংলা:

চট্টগ্রামে আসন্ন প্রিমিয়ার ফুটবল লিগ ২০২৩-২০২৪ সফলভাবে অংশগ্রহণ করতে মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজ ফুটবল উপকমিটির বিশেষ জরুরি সভা দি হোটেল পেনিনসুলাতে শনিবার রাতে অনুষ্ঠিত হয় ।

সভায় সম্মানিত অতিথি ছিলেন মোহামেডান স্পোটিং ক্লাবের গভর্নিং বডির অন্যতম পরিচালক ও বাংলাদেশ দাবা ফেডারেশনের মহাসচিব আলহাজ্ব সৈয়দ শাহাবুদ্দিন শামীম।ক্লাবের সভাপতি ও চসিকের ৪০ নং ওয়ার্ডের কাউন্সিলর হাজ্বি আব্দুল বারেক কোং, অতিরিক্ত সাধারণ সম্পাদক ইউসুফ, টিম ম্যানেজার আবুল হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

 

সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয় যে, সিজেকেএস- সিডিএফ আয়োজিত প্রিমিয়ার ফুটবল লিগে সফলভাবে অংশগ্রহণ করে ফাইটিং টিম গঠনে সহায়তা কামনাসহ সর্বাত্মক চেষ্টা করে টিমের হারানো ঐতিহ্য ফিরে আনতে সবার নিকট আরজ করা হয়।

শেষে উপস্থিত সকল কর্মকর্তা ও অতিথিরা নৈশভোজে মিলিত হন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪