ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

টেকনাফ সদরের মানব পাচার ও অপহরণকারী আজু বাহিনীর সদস্যরা প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে!

বিশেষ প্রতিনিধি

টেকনাফ সদর ইউনিয়নের তুলাতুলি বটতলী এলাকার মৃত অলি আহম্মদ প্রকাশ বল্টু হাজীর ছেলে শীর্ষ মানবপাচারকারী ও মুক্তিপন আদায়কারী আজু বাহিনীর আজুর ভাই মানব পাচার ও অপহরণ চক্রের সক্রিয় সদস্য নুরুল হক ও তাদের ভাগিনা আলম প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে!

 

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী জানান, তারা সরাসরি অপহরণ করে মুক্তিপন আদায়কারী ও মানব পাচার কাজে জড়িত রয়েছে।

উক্ত আজু বাহিনী টেকনাফ পুলিশের উপর হামলা মামলারও আসামি।বিভিন্ন সূত্রে আরো জানা যায়, তাদের বিরুদ্ধে অপহরণ ও মানব পাচারের একাধিক মামলা রয়েছে।

উক্ত আজু বাহিনীর কাছে মুক্তিপণ দিয়ে ফিরে আসা সেলিম উল্লাহ জানান,দিনমজুরের কাজ করার জন্য আমরা উক্ত বটতলী তুলাতুলি এলাকায় আসলে আমাদের অপহরণ করে নিয়ে গিয়ে মুরগির ফার্মে আটকে রেখে ব্যাপক মারধর করে বাড়িতে ফোন দিয়ে বিকাশে টাকা আদায় করে ছেড়ে দেয়।

 

সেলিম উল্লাহ আরো জানান, আমরা দিনমজুর আমাদের এভাবে মারধর করে মুক্তিপন আদায় করল আজু বাহিনী।
আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার কামনা করছি।

এ ব্যাপারে তাদের কাছে জানতে চাইলে মোবাইল ফোন বন্ধ রাখেন। টেকনাফ মডেল থানার ওসি জানান, যাদের বিরুদ্ধে মানব পাচার ও অপহরণ মামলা থাকবে তাদেরকে অতি শীঘ্রই অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হবে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪