ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কোটালীপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :

গোপালগঞ্জের কোটালীপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আজ শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে নিজ নির্বাচনী এলাকা কোটালীপাড়ায় যান সরকারপ্রধান। এর আগে সকাল সোয়া ৯টার দিকে টুঙ্গিপাড়া থেকে কোটালীপাড়ার উদ্দেশে রওনা হন তিনি। সেখানে পৌঁছে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন আওয়ামী লীগ সভাপতি।

এ সময় সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, শেখ সালাহ উদ্দিন ও শেখ তন্ময় তাঁর সঙ্গে ছিলেন।

গতকাল বৃহস্পতিবার বিকেলে দুইদিনের সফরে টুঙ্গিপাড়া যান শেখ হাসিনা। সেখানে পৌঁছে তিনি টুঙ্গিপাড়া-কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেন।