ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে জিয়াউল হক মাইজভাণ্ডারি ট্রাস্টের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান সম্পন্ন

হোসেন বাবলা, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ লাইনস মিডিয়া সেন্টারে শাহেনশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের বিভিন্ন প্রকল্প হতে অসহায় দুস্থ্য মানুষের মাঝে আর্থিকভাবে চেক প্রদান করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আব্দুল ওয়ারীশ পুনাকের সভানেত্রী সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর ভারত আশেকান কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪