ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজে নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

এসএম জুবাইদ, পেকুয়া :

 

কক্সবাজারের পেকুয়ার স্বনামধন্য বিদ্যাপীঠ শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে কলেজের মিলনায়তনে এ ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয় ।

 

কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও ইংরেজি বিভাগের প্রভাষক মোহাম্মদ আলমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাসেম।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য ও পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুদ্দিন। এছাড়া কলেজের অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।

 

এসময় শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে ও কলেজের শিক্ষার মান ধরে রাখতে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান বক্তারা ।

 

এইচ এম কাদের.সিএনএন বাংলা২৪