ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজার বিমানবন্দরে যাত্রীর জুতোয় ইয়াবা

কক্সবাজার শহর প্রতিনিধি:

কক্সবাজার বিমানবন্দর থেকে ইয়াবাসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। ওই যাত্রীর সঙ্গে থাকা জুতোর মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪শ’ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। কক্সবাজার বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১লা আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে কক্সবাজার বিমানবন্দরের ভেতরে যাত্রীদের তল্লাশি পয়েন্ট থেকে রাজিবুল ইসলাম নামের ওই যাত্রীকে আটক করা হয়।

আটক যাত্রী রাজিবুল ইসলামের পিতার নাম শামসুদ্দীন শেখ। তবে তাৎক্ষণিক তার বিস্তারিত ঠিকানা জানা যায়নি। তিনি নভোএয়ারের একটি ফ্লাইটে করে কক্সবাজার থেকে ঢাকায় ফিরছিলেন বলে জানা গেছে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪