ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

টেকনাফে ইয়াবাসহ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

কক্সবাজার জেলার টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকায় অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব।

 

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা ৬টায় টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপে ব্যাটারি চালিত অটোরিকশাসহ রেজাউল করিম নামে ওই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত মাদক কারবারি রেজাউল করিম(৪২) টেকনাফ থানার দক্ষিণ নয়াপাড়ার সৈয়দ করিমের ছেলে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবাসহ ধৃত ও পলাতক মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪