ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

রংপুর-রাজশাহী বিভাগে মনোনয়ন চূড়ান্ত, বাদ পড়েছে কিছু এমপি: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক:

রংপুর ও রাজশাহী বিভাগে মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে, এতে কিছু সংসদ সদস্য বাদ পড়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এ তথ্য জানান।

 

ওবায়দুল কাদের বলেন, ‘আজকের বৈঠকে রংপুরের ৩৩ ও রাজশাহীর ৩৯টিসহ মোট ৭২ আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। তবে সব আসনে মনোনয়ন চূড়ান্ত না হওয়া পর্যন্ত আমরা ফল প্রকাশ করবো না। একসঙ্গে আমাদের মনোনয়ন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবো। আগামীকাল সকাল ১০টা পর্যন্ত সভা মুলতবি করা হয়েছে।’

 

তিনি বলেন, ‘আজ আমাদের মনোনয়ন বোর্ডের যে সিদ্ধান্ত হয়েছে তার মধ্যে রাজনৈতিক নেতাদের বাইরে সিদ্ধান্ত হয়েছে বলে আমার জানা নেই। বর্তমান সংসদ সদস্য কয়জন বাদ পড়ছেন এই মুহূর্তে বলতে পারছি না, তবে বাদ পড়েছেন।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থীকেই প্রাধান্য দেওয়া হয়েছে। আগামী ২৫ নভেম্বর প্রার্থীদের নাম প্রকাশ করা হবে।’বিদ্রোহীদের ব্যাপারে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগে আমরা দেখি কারা বিদ্রোহী, তারপর সিদ্ধান্ত নেবো।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘নির্বাচন ঘিরে সারাদেশে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজমান। জোট হবে বিভিন্নভাবে, কার সঙ্গে কার জোট হবে, কোথায় গিয়ে ঠেকবে বলা মুশকিল। জোট হতেও পারে নির্বাচনের আগে, সময় আছে। কাজেই তালিকাও আসতে পারে। এমনও হতে পারে আপনিও ভাবছেন না, আমিও ভাবছি না। কিন্তু কার সঙ্গে কার জোট হয় কেউ ভাবতে পারে না।’

সিএনএন বাংলা২৪